আড়িয়াল খাঁ পদ্মার একটি প্রধান শাখা নদ। আড়িয়াল খাঁ হচ্ছে ফরিদপুর, মাদারীপুর ও বরিশাল জেলার একটি নদ। নদীটির দৈর্ঘ্য ১৬৩ কিলোমিটার, গড় প্রস্থ ৩০০ মিটার এবং নদীটির প্রকৃতি সর্পিলাকার। অতীতে নদটির নাম ছিল ভুবনেশ্বর। এটি বাংলাদেশের পদ্মা নদীর একটি শাখা নদ। নদটির অববাহিকার আয়তন ১৪৩৮ বর্গ কিমি। এর উৎসস্থল গোয়ালন্দ থেকে প্রায় ৫১.৫ কিলোমিটার দক্ষিণ-পূর্বে পদ্মা। এখান থেকে এই নদটি ফরিদপুর ও মাদারীপুর জেলার মধ্য দিয়ে প্রবাহিত হয়ে বরিশালের উত্তর-পূর্ব কোণে তেঁতুলিয়া নদীতে পতিত হয়েছে। আর এ নদীর একটি বৃহৎ অংশই কয়ারিয়া ইউনিয়ন এর উপর দিয়ে প্রবাহিত হয়েছে। আর এ নদী দু হাত ভরে দিয়েছে এখানকার মানুষদেরকে। এ নদীর উপর জীবিকা নির্বাহ করে বেচে আছে এখানকার অগনিত মানুষ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস